ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাদক বিরোধী ভাটাপাড়া প্রিমিয়ার লীগ (ভিপিএল) এর উদ্বোধন অনুষ্ঠিত। শনিবার বিকাল ৩ টার দিকে নগরীর ৫নং ওয়ার্ডে মহিষবাথান সরঃ কলোনী মাঠে অগ্রণী ক্রিড়া চক্র এ খেলার আয়োজনে করে।
রাজশাহী অগ্রণী ক্রিড়া চক্রের সভাপতি গোলাম সরোয়ার স্বপন সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, প্রধান অতিথিবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরু বলেন, খেলাধূলায় পারে তরুণদের মাদক ও অরাজকতা থেকে বিরত রাখতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে তরুণদের খেলাধূলামুখী করার অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। খেলাধূলায় আবারো প্রাণ ফিরে এসেছে। এই ধরনের আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনীতে অগ্রণী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক তরিকুল ইসলাম স্বপন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাঠের ক্রিজে ব্যাটে বল মেরে লীগের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন।
ভিপিএল ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় পদ্মা লেন স্পোর্টিং ক্লাব ও শাপলা সুপার স্টার। প্রথমে পদ্মা লেন স্পোর্টিং ক্লাব ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৮২ রানের টার্গেট দেয় জবাবে শাপলা সুপার স্টার নির্ধারিত ওভারে ১১ বল বাকি থাকতে ৫ উইকেট খুঁইয়ে বিজয় নিশ্চিত করেন।