ধূমকেতু নিউজ ডেস্ক : রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদকে।
এর আগে, প্রথম টেস্টেও বৃষ্টির পর টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে সেই টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এই টেস্টেও তাই দারুণ কিছুর স্বপ্নই দেখছে নামজুল শান্তর দল।
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরে লম্বা সময় অপেক্ষা করেও বৃষ্টি না থামলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। যার জবাবে ৫৬৫ রান তুলে বাংলাদেশ। পরে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পাকিস্তান অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। যা ১০ উইকেট হাতে রেখে টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পায় বাংলাদেশ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew