ধূমকেতু নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’। যেখানে মেসি- রোনাল্ডোকে হারিয়ে ২০২০ বর্ষসেরা ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি।
আর ২০২০ বর্ষসেরা গোলের খেতাব পেয়েছে বার্নলির বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনের চোখ ধাঁধানো সেই গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত ডিসেম্বরে বার্নলির বিপক্ষে সন হিউং-মিনের গোলটি করেন, যা এখনও ফুটবলপ্রেমীদের হৃদয়ের মণিকোটায় জায়গা করে আছে।
নিজেদের ডি বক্স থেকে বল নিয়ে দুর্দান্ত গতি আর অসাধারণ ড্রিবলিংয়ে একক নৈপুণ্যে বিস্ময়কর এক গোল করেন হটস্পার ফরোয়ার্ড সন হিউং-মিন। সেই গোলটিই হলো ফিফার বর্ষসেরা।
এবার ফিফার বর্ষসেরা গোলের জন্য মনোনীত হয়েছিল উরুগুয়ের দুই খেলোয়াড় লুইস সুয়ারেজ ও জর্জিয়ান দে আরাসকায়েতার করা দুটি গোলও। এ দুটিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতলেন দক্ষিণ কোরিয়ার সন।
সেরা তিনে থাকা বাকি দুটি গোলও হৃদয় ছোঁয়া অবশ্যই। লা লিগায় মায়োর্কার বিপক্ষে ব্যাক হিলে অসাধারণ এক গোল করেছিলেন লুইস সুয়ারেজ।
আর সেরিআ-তে সেয়ারার বিপক্ষে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করে সেরা তিনে স্থান করে নেন ফ্ল্যামিঙ্গোর আরাসকায়েতা।
তবে নিজেদের ডি-বক্স থেকে একক প্রচেষ্টায় সনের করা গোলকেই সবার সেরা বলে ঘোষণা দেয় ফিফা।
সনের করা বর্ষসেরা সেই গোল –