ধূমকেতু নিউজ ডেস্ক : শরিফুলের মত যুব ক্রিকেট বিশ্বকাপে ‘সুপার স্টার’ তিনি নন। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা তাকে চেনেন মূলতঃ অফস্পিনার হিসেবে। তাও এখন নয়। সেই ২০১৮ আর ২০১৯ সালের বিপিএল থেকেই।
ক্রিস গেইলের মত ভয়ঙ্কর ব্যাটসম্যানের বিপক্ষেও তরুণ অফস্পিনার মেহেদি হাসানকে বোলিং করতে দেখা গেছে। গত দুই বিপিএলে তার অফস্পিন বোলিংটা সবারই নজর কেড়েছে। বিশেষ করে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মেহেদি হাসানের অফস্পিন বোলিংটা দারুণ কার্যকর প্রমাণিত হয়েছে। মূলতঃ সেই বোলিং সাফল্যই তাকে পরিচিতি এনে দিয়েছে।
এরপর গায়ে জাতীয় দলের জার্সিও উঠেছে। লাল সবুজ জার্সি পরে আগেই ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মেহেদি হাসান। আহামরি কিছু করতে পারেননি। ৪ ম্যাচে সাকুল্যে রান করেছেন ২০। আর উইকেট মাত্র ১টি।
তবে গত বঙ্গবন্ধু বিপিএলেই তার ব্যাটিং সামর্থ্যের ইঙ্গিত মিলেছে। এবার ওয়ানডে টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন খুলনার ২৬ বছরের যুবা মেহেদি হাসান।
মূলতঃ অফস্পিনের সাথে সাহসী ও তেজোদ্দীপ্ত ব্যাটিংটাই তাকে ওয়ানডে দলে সুযোগ করে দিয়েছে।
২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারী সিলেটে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি অভিষেকের তিন বছর পর জাতীয় ওয়ানডে দলে ডাক পেলেন। ২৫ বছর বয়স পেরিয়ে ওয়ানডে দলে সুযোগ পাওয়াকে কিভাবে দেখছেন?
মেহেদি হাসান মনে করেন, তার এতদূর উঠে আসাটা হচ্ছে পরিশ্রমের ফসল। তিনি বলেন, ‘অবশ্যই পরিশ্রম করে আসছি বাংলাদেশ দলে খেলার জন্য। প্রথমে তো আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ।’
এই সুযোগ পাওয়াকে অনুপ্রেরনা মানছেন মেহেদি। তিনি বলেন, ‘প্রেসার হবে কেনো? আমরা যেহেতু ক্রিকেটার, প্রেসার নেওয়ার কিছু নাই। যেহেতু আমরা হার্ড ওয়ার্ক করছি, চেষ্টা করছি। এটা আমাদের অনেক কিছু। প্রেসার নিতে হলে সেটা ম্যাচের ভেতরে প্রভাব পড়ে, ম্যাচের বাইরে প্রেসারটা ওরকম আসে না।’
এরপর তিনি বলেন, ‘যদি বেস্ট ইলেভেনে সুযোগ হয়, নিজের সেরাটা দেয়ার অবশ্যই চেষ্টা থাকবে। যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, যে জায়গায় যেখানে সুযোগ আসে চেষ্টা করব কাজে লাগানোর।’
নিজে অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে মেদেহী হাসান বলেন, ‘অবশ্যই! যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন ফরম্যাটে ভালো করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার তরফ থেকে তো শতভাগ চেষ্টাই থাকবে।’