ধূমকেতু নিউজ ডেস্ক : অনুশীলনের ফাঁকে নানান মজা করা বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র। প্রায়ই নিজেদের মধ্যে হাস্যরসে মেতে ওঠেন দলের ক্রিকেটাররা। ব্যতিক্রম নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সবশেষ অনুশীলন পর্বটিও। যেখানে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে নানান মজার ছলে পরিবেশ হালকা রাখেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয়ে দিনের অনুশীল। এরপর গা গরমের ফুটবল খেলে ফিল্ডিং অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সাকিব তখন ড্রেসিংরুমে। বাকিরা যখন ফুটবল খেলছিলেন, তখন তিনি একাই কিছুক্ষণ করেন ফিটনেস ট্রেনিং। হালকা রানিং ও স্ট্রেচিং করে উঠে যান ওপরে। পরে নামেন প্যাড-আপ করে, নেটে ব্যাটিং অনুশীলনের লক্ষ্যে।
ফিল্ডিং অনুশীলন চলাকালীন সময়েই প্যাভিলিয়নের সামনের এক নেট দখল করেন মুশফিকুর রহীম। তিনি প্রায় ৩৫-৪০ মিনিট ব্যাটিং করেন মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদদের বিপক্ষে। ততক্ষণে প্রস্তুত হয়ে নিচে নেমে আসেন সাকিব। তাকে দেখেই যেন নিজের নেট সেশনটা সংক্ষিপ্ত করে নেন মুশফিক, বেরিয়ে যান সাকিবকে জায়গা করে দিতে।
মুশফিক নেট থেকে বের হওয়ার সময় প্রাণোচ্ছল সাকিব ধন্যবাদ দেন তাকে। একইসঙ্গে নেটের আশপাশে থাকা সবাইকে বলেন মুশফিকের জন্য হাততালি দিতে। মুশফিকও মজাটি ধরতে পেরে সেঞ্চুরি উদযাপনের ন্যায় ব্যাট উঁচিয়ে সবার অভিবাদনের জবাব দেন। এরপর নেটে আসেন সাকিব। তাকে বোলিংয়ের অপেক্ষায় ছিলেন মিরাজ, তাইজুল, তাসকিনরা।
ব্যাটিং শুরুর আগে লেগস্ট্যাম্পে গার্ড নেয়ার চেষ্টা করেন সাকিব। তাকে বিভ্রান্ত করে দেন বোলিং মার্কে দাঁড়ানো মিরাজ, তাসকিনরা। সেসব শুধরে সঠিক গার্ড নিয়ে ব্যাটিং শুরু করেন তিনি। তার ব্যাটিং শুরুর আগে মিরাজ জিজ্ঞেস করেন, ‘ভাই বোলিং করব?’ সাকিব এর উত্তরটা ছেড়ে দেন মিরাজের ওপরই, বলেন, ‘আজকে তোমার প্রস্তুতির দিন। বোলিং করবে কি না তুমিই ঠিক করো।’
মিরাজ সিদ্ধান্ত নেন ১২ বল করার। সাকিবের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘সাকিব ভাই, ১২টা বল করব, হ্যাঁ?’ বিশ্বসেরা অলরাউন্ডারের চটজলদি জবাব, ‘ওকে। আমি ধন্য।’
এ কথা বলে ব্যাটিং শুরু করেন সাকিব। অন্যপ্রান্তে মিরাজ ১২ বলের কথা বললেও, যতক্ষণ নেটে ছিলেন সাকিব, ততক্ষণ হাত ঘুরিয়ে গেছেন তিনি। কয়েকটি বল আঘাত হানে সাকিবের প্যাডে। তবে মিরাজ নিজেই জানাচ্ছিলেন সেগুলো লেগ বিফোর হওয়ার সম্ভাবনা নেই। অল্পকিছু বল খেলতে সমস্যা হলেও, বাকি সময় দারুণ ব্যাটিং করেন সাকিব।
প্রায় ২৫-৩০ মিনিট ব্যাটিং করে বন্ধু তামিম ইকবালের কাছে নেট ছেড়ে দেন সাকিব। এরপর নেটের পাশে বসেই আড্ডা দেন মুশফিক, লিটনদের সঙ্গে। ম্যাচের আগের দিনের অনুশীলনে এক ওভারের জন্যও হাত ঘোরাননি সাকিব।