ধূমকেতু প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্দ্যোগে ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৪ আগষ্ট) থেকে বালক ও বালিকাদের ৯টি করে দল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে।
সোমবার সকাল ১০ টায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কিমশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক রাজশাহী আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল এসোসিশেনের সভাপতি মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক।
এই টুর্ণামেন্ট উপভোগ করার জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী সংস্থার কর্মকর্তা ও সদস্যগণকে অনুরোধ জানান।