ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের ইতিহাসের সেরা পেসার জেমস অ্যান্ডারসন।
সবশেষ লর্ডস টেস্টে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন অ্যান্ডারসন। ব্যাটিংয়ে নেমেই ভারতীয় পেসারের তোপের মুখে পড়েন।
এক ওভারে ৪টি নো বল দেন বুমরাহ। সব মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৩টি নো বল করেছেন তিনি। ৭৯ রান খরচ করেও একটি উইকেটও শিকার করতে পারেননি। তার কয়েকটি বল অ্যান্ডারসনের শরীর বরাবর ছিল। তাই অ্যান্ডারসন দাবি করেন বুমরাহ নাকি তাকে আউট করার পরিবর্তে আহত করতে চেয়েছিল।
অ্যান্ডারসন সম্প্রতি বলেছেন, আমি ব্যাটিংয়ে নামার আগের ব্যাটসম্যানরা বলাবলি করছিল পিচ স্লো হয়ে গিয়েছে। উইকেটে বাউন্সারও আসছে। আমি ব্যাট করতে আসার সময় রুট আমাকে বলেন, বুমরাহ সাধারণত যেমন দ্রুত বল করে, সেরকম নাকি বল করছে না।
অ্যান্ডারসন আরও বলেন, বুমরাহর প্রথম বলটাই ছিল আমার শরীর লক্ষ্য করে, ৯০ মাইল বেগে। আমার তখন মনে হয়েছিল- পুরো ক্যারিয়ারে কখনো এমন হয়নি। আমার তখন মনে হয়েছিল বুমরাহ আমাকে আউট করতে বিন্দুমাত্র উৎসুক ছিল না।
লর্ডস টেস্টে বুমরাহর বাউন্সারের মুখোমুখি হয়ে কিছুটা রেগেই যান ইংল্যান্ডের তারকা পেসার। মাঠেই কথাকাটাকাটি করতে দেখা গিয়েছিল শান্ত স্বভাবের তারকাকে।