ধূমকেতু নিউজ ডেস্ক : ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় পায়নি ইন্টার মিলান। দুর্দান্ত খেলেও রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হারে তারা।
ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে ইন্টার মিলান। সেই ধারাবাহিকতা দ্বিতীয় ভাগেও কিছুটা সময় ধরে রাখতে পারে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে শেষ ভাগে জ্বলে ওঠা রিয়াল মাদ্রিদ অন্তিম সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
বুধবারা রাতে সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০তে জয় পায় রিয়াল মাদ্রিদ। জমজমাট এই লড়াইয়ে ব্যবধান গড়ে দেন বদলি নামা রদ্রিগো।
খেলার শুরু থেকেই ইন্টারের আক্রমণে কোণঠাসাই ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বিস্তার করে রিয়াল।
খেলার ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। সতীর্থের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কামাভিঙ্গা আলতো ভলিতে ডান পাশে বাড়ান রদ্রিগোকে। বদলি নামা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও আরেক ভলিতে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসান।