IMG-LOGO

শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭৬ বছরের তীব্র তাপপ্রবাহের রেকর্ড ভাঙলজাতীয় পার্টির কোনো রাজনীতি নেই‘ইসরাইল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে’যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলবিরোধী বিক্ষোভদিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেফতার ৩চাঁপাইনবাবগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ট্রাফিক পরিদর্শকের মৃত্যুমান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনখাবার খেতে খেতে পানি পান করলে কী হয়রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে বিট পুলিশিং মতবিনিময়পোরশার নোচনাহারে ৩টি দোকান ভূষ্মিভূতজিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না সাকিবযুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়আবারও ঢাকার সিনেমায় অভিনেত্রী পাওলিসাপাহারে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৪ ফেব্রুয়ারি, ২০২২, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬২৮ – সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।

১৭৮৩ – ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৭৮৩ – যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।

১৭৮৯ – জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

১৭৯২ – যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।

১৭৯৭ – ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৮৯৯ – যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।

১৯০৪ – রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।

১৯১৫ – জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।

১৯১৬ – তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।

১৯২২ – বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস এর দ্বার উদঘাটন করেন।

১৯৪৫ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।

১৯৪৮ – দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।

১৯৪৯ – নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ – রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে।

১৯৭২ – ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।

১৯৭২ – বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।

১৯৭৫ – যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৫ – গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।

১৯৯৭ – ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।

১৯৯৮ – আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।

২০০৪ – বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক যাত্রা শুরু করে।

জন্ম

১৯১৭ – পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান জন্মগ্রহণ করেন।

১৯১৮ – সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯২১ – ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ জন্মগ্রহণ করেন।

১৯৩৬ – বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন জন্মগ্রহণ করেছিলেন।

১৯৪০ – নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান জন্মগ্রহণ করেন।

১৯৪০ – নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক ব্রায়ান ডেভিড জোসেফসন, জন্মগ্রহণ করেন।

১৯৪৩ – কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব কেন টম্পসন জন্মগ্রহণ করেন।

১৯৪৫ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক রিচার্ড রয়েস শ্রক জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – মেক্সিকান অভিনেত্রী ও গায়ক ইরান কাস্টিলো জন্মগ্রহণ করেন।

১৯৮২ – ইংরেজ ফুটবল খেলোয়াড় রিচার্ড লোগান জন্মগ্রহণ করেন।

১৯৮৬ – বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে বর্তমান অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯১২ – বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনমোহন বসু মৃত্যুবরণ করেন।

১৯৩৯ – এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী মৃত্যুবরণ করেন ।

১৯৪১ – নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক ও অধ্যাপক অঁরি-লুই বর্গসাঁ মৃত্যুবরণ করেন।

১৯৬০ – নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার আলবেয়ার কামু মৃত্যুবরণ করেন।

১৯৬১ – নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ ও অধ্যাপক এরভিন শ্রোডিঙার মৃত্যুবরণ করেন।

১৯৬৫ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক টি এস এলিয়ট মৃত্যুবরণ করেন।

১৯৭৪ – বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস) মৃত্যুবরণ করেন।

১৯৯০ – ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী মৃত্যুবরণ করেন।

১৯৯৩ – একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ সানাউল হক মৃত্যুবরণ করেন।

১৯৯৭ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক ইন্তেকাল করেন।

১৯৯৮ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ মৃত্যুবরণ করেন।

২০০৯ – অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও লেখক গেরট জনকে মৃত্যুবরণ করেন।

২০১২ – ইংরেজ অভিনেতা হ্যারি ফওলের মৃত্যুবরণ করেন।

২০১৩ – আমেরিকান অভিনেতা টনি লিপ মৃত্যুবরণ করেন।

দিবস

আজ বিশ্ব ক্যান্সার দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news