IMG-LOGO

শনিবার, ৪ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বৃষ্টিন পানিতে আক্রান্তদের মাঝে মানিক খানের মানবিক সহায়তা প্রদানঅভিনেত্রী পূজার কপালে সিঁদুর, তবে কি বিয়ে করেছেনমোহনপুরে বাংলা মদ উদ্ধাররাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়নমোহনপুরে মৌগাছি ছাত্রদলের কর্মী সভামহাদেবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধারবাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফারাবীর গণসংযোগ‘নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই চলছে’রাজশাহীতে ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব ১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উবোধন কাল‘জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই’শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকেমহাদেবপুরে এক গৃহবধূকেপিটিয়ে হত্যার অভিযোগমান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩রাণীনগরে আড়াই লাখ টাকার বিদেশী ৩টি গরু চুরিনাচোলে যাত্রীবাহি বাস চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৮৬ – ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।

১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

১৭৮০ – মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রেকে ফাঁসি দেয়া হয়।

১৭৯০ – যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৬৮ – ভারতের কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।

১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ – বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ হয়।

১৯৪১ – জার্মানির নাৎসি বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারি করে।

১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৫৮ – ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৭২ – মুম্বাইতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

১৯৭৭ – ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে। এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।

১৯৭৯ – ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।

১৯৮৩ – বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।

১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

১৯৯৫ – বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।

১৯৯৬ – মাদার তেরেসা মার্কিন সম্মানিক নাগরিকত্ব লাভ করেন। প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হন।

২০০২ – তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম

১৫৩৮ – চার্লস বরমেও, ইতালীয় গণিতবিদ ও সন্ত।

১৮১৪ – সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

১৮৪৭ – পল ভন হিন্ডেনবার্গ, পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

১৮৫২ – উইলিয়াম র‍্যামজে, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।

১৮৬৬ – স্বামী অভেদানন্দ, ভারতীয় সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।

১৮৬৯ – মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।

১৮৭১ – করডেল হুল, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৮৯ – শিশিরকুমার ভাদুড়ী, খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য।

১৮৯৬ – লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

১৯০০ – লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।

১৯০৪ – লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের সাবেক (তৃতীয়) প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা। গ্রাহাম গ্রিন, ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

১৯০৭ – আলেক্সান্ডার রবার্টাস টড, নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নী।

১৯১৭ – খৃস্টান ডি ডুভে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।

১৯২৪ – তপন সিংহ, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৩৩ – স্যার জন বার্ট্রান্ড গার্ডন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৫০ – ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।

১৯৬২ – ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা।

১৯৬৪ – ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশি রক সঙ্গীতশিল্পী, যিনি জেমস নামে পরিচিত।

১৯৭৮ – আয়ুমি হামাসাকি, জাপানি কণ্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৮৪ – মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

৫৩৪ – আতালারিক, ইতালীয় রাজা।

১৮৫০ – সারাহ বিফফেন, ইংরেজ চিত্রশিল্পী।

১৮৫৩ – ফ্রঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ফ্রান্সের ২৫তম প্রধানমন্ত্রী।

১৯০৬ – রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী।

১৯১৭ – অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।

১৯২৭ – সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৪৭ – পি. ডি. অউস্পেনস্কাই, রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৯৭১ – খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৭৪ – নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯৭৫ – কুমার স্বামী কামরাজ নাদার, ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।

১৯৮১ – হ্যারি গোল্ডেন, মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৮৫ – রক হাডসন, মার্কিন অভিনেতা।

১৯৮৭ – পিটার মিডাওয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলীয় বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৯৬ – আন্দ্রেই লুখানভ, সমাজতান্ত্রিক যুগ পরবর্তী বুলগেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী।

২০০৭ – ক্রিস্টোফার ডেররিক, ইংরেজ লেখক ও সমালোচক।

২০১৩ – কারে অরনুং, নরওয়েজীয় পিয়ানোবাদক ও শিক্ষক।

২০২১ – পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930