ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রদেশ ইস্ট নুসা টেংগাড়ার একটি আগ্নেয়গিরি বেশ কয়েক বছর পর প্রথমবারের মতো সর্ব দক্ষিণের অগ্ন্যুৎপাত ঘটালে হাজার হাজার মানুষ এলাকা পরিত্যাগ করেছে।
দুর্যোগ সংস্থা সোমবার জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ থেকে উদগীরিত ধোঁয়া ও ছাইয়ের এক বিশাল স্তূপ সৃষ্টি করেছে। খবর এএফপির।
মাউন্ট ইলি লেওতোলক আগ্নেয়গিরিটি রোববার অগ্ন্যুৎপাত শুরু করলে চার হাজার ৪০০ জনেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করা হয়। বিমান ফ্লাইটের সতর্কতা দেয়া হয় ও একটি স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news