ধূমকেতু প্রতিবেদক : গত ২৯ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম হতে রাত ০৯:৪৫ টায় একজন মাদককারবারিকে ১৩৫ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ডালিম রেজা (৩০)। মো: ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মো: তুফানীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৯:৩০ টায় গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন জনৈক মো: রবিউল ইসলাম রবি, পিতা: মৃত কালুমদ্দিন-এর বাড়ির উত্তরপাশের্^র ইটের দেওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মো: সোহেল রানা পিপিএম এর নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গতকাল ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৯:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ অভিযুক্ত মো: ডালিম রেজা-এর দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মো: ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew