ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা নভেম্বর, জাতীয় যুব দিবস। এ দিবসকে কেন্দ্র করে সকাল ১০ টায় বায়া ব্রীজ এলাকায় মহানগরীর গাঙপাড়া খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এবং রাজশাহী সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, বিডি ক্লিন, ফ্রি সার্ভিস রাজশাহী, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, রোভার স্কাউটসসহ পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগীতায় এই খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হবে।
পরবর্তীতে রাজশাহী মহানগরীর তিনটি খাল- দুয়ারী খাল, গাঙপাড়া খাল এবং জিয়া খাল কে পর্যায়ক্রমে অবৈধ দখল ও দূষণমুক্তকরণ করা হবে।
খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর, রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিডি ক্লিন রাজশাহীর সমন্বয়ক শাহাদাৎ হোসেন, ফ্রি সার্ভিস রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ মনির, শিক্ষার্থী সমন্বয়ক মাহির হোসেন সহ প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew