IMG-LOGO

রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জনরাজশাহীতে কৃষক গবেষকদের মতবিনিময় সভাশপথ নিলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনারব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষআবারও মা হচ্ছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানাবাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসসাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ আজ বন্ধনবনিযুক্ত সিইসি ও ইসিদের শপথ আজ দুপুরেরাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম অবশেষে সাময়িক বরখাস্ত‘ভারতের কোনো যুক্তিই নেই আমাদেরকে পানি না দেওয়ার’চলতি বছরে উদ্বোধন হচ্ছেনা যমুনা রেল সেতু‘আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক জিয়ারাজশাহীতে পাহাড়িয়া মাতৃভাষায় ‘মালত সাবা’ কি-বোর্ডের উদ্বোধনচাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ
Home >> টপ নিউজ >> কৃষি >> রাজশাহীতে কৃষক গবেষকদের মতবিনিময় সভা

রাজশাহীতে কৃষক গবেষকদের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : গ্রাম পর্যায়ে কৃষকদের গবেষণা, আবিষ্কারের স্বীকৃতি ও মূল্যায়নের দাবির কথা জানান কৃষক গবেষকগণ।
কৃষকের আবিষ্কার, কৃষক গবেষণার অভিজ্ঞতা বিনিময় ও মূল্যায়ন বিষয়ে আজ ( ২৪ নভেম্বর ২০২৪) রবিবার রাজশাহীর তানোর উপজেলায় কৃষক গবেষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র অঞ্চল জনসংগঠন ফোরামের আয়োজনে উক্ত সভায় বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪০ জন কৃষক-কৃষাণী গবেষক এতে অংশগ্রহণ করেন। তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষক গবেষক নুর ম্হোাম্মদের সভাপতিত্বে কৃষক গবেষকগণ নিজেরে গবেষণা এবং চলমান কার্যক্রম উপস্থাপন করেন বিভিন্ন জেলা থেকে আগত কৃষক কৃষণীগণ।

স্বশিক্ষিত কৃষক গবেষক নুর মোহাম্মদ বলেন- আমাদের কৃষি কৃষকদের হাতে থাকতে হবে, গবেষণা এবং পরিবেশবান্ধব উপায়ে কৃষি উৎপাদন করতে হবে। তিনি বলেন আমি ২০০ ধানের কৌলিক সারি উদ্ভাবন করেছি। এর মধ্যে ৫টি সারির ফলাফল অনেক ভালো, উৎপাদনও বেশি হয়, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর কোন স্বীকৃতি পাচ্ছিনা। আমার উদ্ভাবিত ধানের স্বীকৃতি দিতে সরকার যে নিয়ম চালু করেছে তা আমার পক্ষে ব্যায় ভার বহন করা সম্ভব নয়। আমি ধানগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। কৃষক নুর মোহাম্মদ সাম্প্রতি তার মালেশিয়াতে অংশ নেয়া ফার্মাস সাইন্টিস্ট কনফারেন্সের অভিজ্ঞতা তুলে ধরেন।
লুপ্ত ধানের রক্ষক তানোর দুবইল গ্রামের বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক এর সভাপতি মোঃ জাহেদুল ইসলাম বলেন- আমি প্রতি বছর প্রায় ১১৫ থেকে ১৩০ টি দেশি ধানের চাষ করি, মূলত জাতগুলো জেনো হারিয়ে না যায় এবং এগুলো কৃষকদের মধ্যে ছড়ি পড়ে চাষ করে এর জন্য আমি বারসিকের সহাযতা নিয়ে এগুলো সুরক্ষা করছি নিয়মিত।

পবা উপজেলার নদী কান্দা গ্রামের ১০টি দেশি জাতের কলা নিয়ে গবেষণা করছেন মোসাঃ মোসলেমা বেগম, তিনি বলেন- আমি এবার পরীক্ষামূলক জাতগুলো চাষ করছি, এখন পর্যন্ত সব জাত অনেক ভালো ফলাফল দিচ্ছে।
নাচোল উপজেলার কৃষক গবেষক রায়হান কবির রঞ্জু বলেন- আমি দেশি ৭ জাতের দেশি কাসভা, ১৯ জাতের দেশি বেগুণের এবং ১২ জাতের দেশি মসলার গবেষণা করেছি। কাসাভার নিয়ে গবেষণা করে ভালো ফলাফর পেয়েছি, এগুলো এখন প্রায় ৫০ জন কৃষক কৃষাণী পর্যায়ে বিনিময় করেছি, চাষ করছেন। তিনি জাতগুলোর চাষ পদ্ধতির অভিজ্ঞতা তুলে ধনে।

ভার্মীকম্পোস্ট চাষী তানোর উপজেলার বহড়া গ্রামের আবদুল হামিদ ও পবা উপজেলার কাড়িগড় পাড়া গ্রামের বিলকিস বেগম ভার্মী কম্পোস্ট উৎপাদন, ফলাফল ও তৈরীর কৌশল পদ্ধতি তুলে ধরেন

এছাড়াও রবি শস্যের ১৫ টি জাত নিয়ে গবেষণাকারী তানোর ঝিনাখোর গ্রামের কৃষক মো: মাহবুবুর আলম, তানোরের কৃষক মোঃ মুজহারুল ইসলাম ৬ টি জাতের মসলা, পবা উপজেলার সাহিদা বেগম ৪টি দেশি জাতের দেশি লাউ, ৬টি জাতের আউশ ধান নিয়ে মোঃ সিরাজ উদ্দিন, দেশি জাতের ২২ টি সীম নিয়ে গবেষণাকারী কৃষাণী মোসাঃ কবুলজান বেগম সহ অণ্যান্য কৃষক –কৃষাণী গবেষকগণ তাদের গবেসণার সফলতা এবং গরেবষণা পদ্ধতিগুলো তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভার শুরুতে বারসিক গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী সভার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন- কৃষক পর্যায়ে যে গবেষণা এবং উদ্ভাবন তার স্বীকৃতি দিতে হবে। কৃষিপ্রতিবেশ সুরক্ষায় এবং কৃষকের অধিকারসহ খাদ্য সার্বভৌমত্ব রক্ষায় কৃষক গবেষকগণ অসামন্য অবদান রাখছেন, এগুলো আরো ছড়িয়ে দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বারসিকের প্রোগ্রাম অফিসার ( কৃষি) অমৃত কুমার সরকার, সহযোগী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news