ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচজন নারীকে উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ পাঁচজনের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন ফারহানা জাহান বিউটি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন নাজমিন নাহার, সফল জননী হলেন রওশন আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সম্মাননা পেলেন নাছিনা আক্তার, অন্যদিকে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পিছিয়ে পড়া লোকজনদের নিয়ে কাজ করে আসা টানা চারবার নির্বাচিত সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর সাহানারা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করেন, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew