ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাপায় বাবর আলী (২৫)নামে এক ভ্যান চালক নিহত ও ২জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা ও পৌর এলাকার কলোনিমোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই ভ্যান চালক ওই ইউনিয়নের পাথরপুজা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুর ২ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলায় আড্ডা হতে রহনপুরগামী ট্রাক ( রাজ মেট্রো-ট-১১-০১৯১)একটি ভ্যানকে চাপা দিলে চালক বাবর (২৫)ঘটনাস্থলে মারা যায়। সে ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুপুর আড়াইটার দিকে রহনপুর পৌর এলাকার কলোনির মোড়ে ২ মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। আহতরা হলো,নওগাঁর নিযামতপুর উপজেলার গাঙ্গর এলাকার নাদিম (৩০) ও তুষার (৩২) তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের রোকুল হকের ছেলে তাজেবুল হক(৩৮)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আনিসুর রহমান জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew