ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের মারধরে একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং জংলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবু বক্কর মণ্ডল (৪৮), রশিদা বিবি (৪৫), জাকির হোসেন (২৫), সালমা খানম (৪৪) ও জিল্লুর রহমান (৫০)।
চিকিৎসাধীন জাকির হোসেন বলেন, প্রতিবেশি আবুল কালাম আজাদের বেশকিছু বাঁশ ও গাছের ডালপালা আমাদের ঘরের টিনের ছাউনির ওপরে ছিল। গাছপালার পাতা পড়ে ছাউনির টিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো কেটে সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও আবুল কালাম তা কর্ণপাত করেনি। এনিয়ে আগেও একাধিকবার গন্ডগোল ও মারধর করেছে প্রতিপক্ষরা।’
আহত জাকির হোসেন আরও বলেন, ‘শুক্রবার একই বিষয় নিয়ে আবুল কালাম আজাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল কালামের নেতৃত্বে ১০ থেকে ১২জন ভাড়াটিয়া লোকজন দিয়ে তিন দফায় আমাদের মারধর করে।’
অভিযোগ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশি আবু বক্করের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমার পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমার স্ত্রী সালমা খানমসহ তিনজন আহত হন। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew