ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় উপজেলার সাতানা ফুটবল মাঠে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির আয়োজনে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. ইকবাল হোসেন পিবিজিএম।
এ সময় সভায় বক্তব্য রাখেন, ১৪ বিজিবি ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালুপাড়া কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, সাজেদুর রহমান, মোসা. রেবেকা পারভীন প্রমুখ। মতবিনিময় সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে কাজ করে যাচ্ছে বলে মতবিনিময় সভায় জানানো হয়। সভায় ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতানা, মতবিনিময় সভায় কালুপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫শতাধীক জনসাধারণ অংশগ্রহণ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew