ধূমকেতু প্রতিবেদক, মান্দা : জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রণয় কুমার ঘোষ।
গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচা ঢাকায় আয়োজিত প্রতিযোগিতায় সাধারণ ও লোকনৃত্যে প্রনয় ঘোষ প্রথম স্থান অধিকার করে। নিক্কণ শিল্পগোষ্ঠী রাজশাহীর হয়ে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ লোকসংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মিনা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য, সংগীত ও আবৃতি বিভাগের পরিচালক মেহেজাবিন রহমান ও নৃত্যগুরু হাসিব পান্না।
বিজয়ী নৃত্যশিল্পী প্রণয় কুমার ঘোষ মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ডলি রানী সরকারের ছেলে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew