ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা জিল্লুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা ও দোয়া উপলক্ষে মাদ্রাসার হলরুমে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এক আনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ ড.ওয়ারেছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ড. আব্দুল মুমীত। প্রধান আলোচক ছিলেন, উত্তর একডালা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোফাজ্জল হোসেন।
সহকারি অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝাঁড়গ্রাম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, গোপালপুর ইসলামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, অত্র মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমানের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া পরিচালনা করেন ভবানীগঞ্জ সরকারি বিশ^বিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মাও. আব্দুল মতিন।
উল্লেখ, মাওলানা জিল্লুর রহমান ১৯৮৬ সালে ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। দীর্ঘ সময়ের কর্মজীবনের ইতো ঘটালেন এই বিদায়ের মাধ্যমে। অবসর জনিত বিদায় সংবর্ধনা ঘিরে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিদায় সংবর্ধনা যেন অশ্রæজলে সিক্ত হয়েছে। প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে ছিলেন মাওলানা জিল্লুর রহমান। উক্ত মাদ্রাসার অনেক শিক্ষার্থী আজ কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew