ধূমকেতু প্রতিবেদক : কাশিয়াডাঙ্গা থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজশাহী নগরীর বাগানপাড়া এলাকায় অসহায় মানুষের মাঝে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ পারভেজ পিন্টু।
এছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহবায়ক মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আকবার, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগে উপস্থিত নেতারা জানান, শীতের প্রকোপে যেসব পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সংকটমুক্ত করতে কাজ করছে। তারা আশাবাদী যে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং শীতের মধ্যে মানুষ যেন কষ্ট না পায় সে জন্য আরও প্রচেষ্টা চালানো হবে।
এ সময় নেতাকর্মীরা শীতবস্ত্র হাতে নিয়ে স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করেন, যা তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew