ধূমকেতু নিউজ ডেস্ক : নায়িকা পপিরা ৪ বোন, ২ ভাই। অথচ বাবার জমি পপির একারই চাই! এ রকম অভিযোগ স্বয়ং বোনেদের। আজও সেই জমি দখলের চেষ্টা করেছেন ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপি। এ রকম অভিযোগে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় তার নামে (সাধারণ ডায়েরি) জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ওই জমির কাছে হাজির হন পপি। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
এ নিয়ে জানতে চাইলে পপির মা মরিয়ম বেগম বলেন, বিয়ের কিছুদিন পর স্বামীর প্ররোচনায় পপি আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?
পপির বোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে অনেক বছর ধরেই বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা এ নিয়ে হয়রানির মধ্যে আছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন বিষয়টি জানেন। আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পপি কথা শুনছে না। সে জমিটা একাই দখল করতে চায়।
চুপিচুপি বিয়ে করে বেশ কয়েক বছর ধরে বিনোদন অঙ্গন থেকে ছুটি নিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি। এখন পর্যন্ত বিয়ে বা সন্তান জন্মের খবর নিয়ে মুখ খোলেননি তিনি। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে খুলনায় বসবাস করছেন তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews