ধূমকেতু প্রতিবেদক,যশোর : রাজশাহীর পুঠিয়ায় আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় পুঠিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পুঠিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুঠিয়া- তাহেরপুর মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা ও ছাত্রনেতা আলিফ দীপ।
সমাবেশে আল মামুন খান বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। এই মাসে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কেউ কেউ লিফলেট বিতরণ করছে। কেউ কেউ দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখছে। এসব আর চলবে না। এসব চলতে দেওয়া হবে না। নিষিদ্ধ ছাত্রলীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews