ধূমকেতু নিউজ ডেস্ক : সামিয়া নাহির ফোনে একটা কল এলো। ডেকে পাঠিয়েছেন একজন বড় নির্মাতা। ছোট ছোট কাজ করা অভিনেত্রী তখনো ভাবেননি, বড় কিছু অপেক্ষা করছে তার জন্য। অন্তত সিনেমার জন্য ডাক পাবেন, সেকথা স্বপ্নেও ভাবেননি তিনি। আগামীকাল বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’। এই সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে সামিয়া নাহির। ঢাকার খিলগাঁয়ে বেড়ে ওঠা এই তরুণী বিনোদন অঙ্গনে এসেছিলেন ২০১৯ সালে, ‘চন্দ্রগ্রহণ’ নির্মাতা মুরাদ পারভেজের হাত ধরে। কেন লাগছে তার? জানতে চাইলে তিনি বলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাকে বড়পর্দায় দেখা যাবে, এটা এখনো আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।’
শৈশবে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ ও গানের তালিম নিয়েছেন নাহি। বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন টিভিনাটক দিয়ে। পথচলার সেই স্মৃতিচারণ করতে করতেই তিনি বললেন, ‘হুট করেই ২০১৯ সালে সুযোগটা আসে। পরের বছরের শেষদিকে পেলাম ছবিতে অভিনয়ের অফার। যখন ‘দায়মুক্তি’র শুটিং শুরু করি, সেসময় কিছু বুঝে উঠতে পারিনি। সিনেমাটির শুটিং দীর্ঘদিন ধরে চলছিল। ২০১৭ সালে অনুদান পায় সিনেমাটি। তখনো আমি মিডিয়ায় আসিনি। তাদের দীর্ঘ সময় লেগেছিল বলেই, আমি সুযোগ পেয়েছি।’
নাচ-গান শিখে অভিনয়ে কেন এলেন? এমন প্রশ্নে নাহি বললেন, ‘কোনো কাহিনি নেই। এক ফেসবুক ফ্রেন্ড ছিলেন, নির্মাতা। বেশ কয়েকবার নক করেছিলেন তিনি। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আমারও ভালোলাগা ছিল। স্কুল-কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। সেই আগ্রহ থেকেই তার ডাকে সাড়া দিয়েছিলাম। অভিনেতা আরমান পারভেজ মুরাদ ভাইয়ার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করি। নাটকের নাম ছিল ‘মধ্যাহ্নের বিরতি’। তারপর বেশকিছু নাটকে অভিনয় করেছি। আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন যারা, তাদের অন্যতম সাগর জাহান ভাই।’
‘দায়মুক্তি’ ছবির সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা কেমন? জানতে চাইলে নাহি বলেন, ‘আমাকে গুলজার (চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার) ভাই ফোন করেছিলেন। তিনি বললেন, একটা সিনেমা আছে, ভালো ক্যারেক্টার আছে। সেই ছবিটি বানাচ্ছেন বদিউল আলম খোকন স্যার। তখন রাজি হয়ে গেলাম। এত বড় মাপের একজন ডিরেক্টর ফোন করেছেন, বড় মাপের ডিরেক্টর ছবি বানাচ্ছেন, যাব না কেন? যদিও তখনো ভাবিনি যে, সিনেমার জন্য ডাক পাবো।’
অভিষেক হলো, অনেক কাজ করাও হলো? কীসের অভাববোধ করছেন সামিয়া নাহি? এমন প্রশ্নে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘আগে অভিনয়শিল্পীদের অনেকেরই গুরু বা মেন্টর ছিল। এখন সেরকম নেই। ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পী এলে গুরুর কাছ থেকে শেখার সুযোগ হতো। আমি সেই গুরুর অভাববোধ করছি।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews