ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরোচীফ সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময় পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালাম ও অফিসটির ইনচার্জ(JLE) কবির সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন এসে আমার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্য সম্রাট ও বিপুল নামের একজন আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলেও তাদের মারমুখী আচরন থেকে আমি রক্ষা পায়নি। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। চিকিৎসা শেষে মামলা করা হবে।
সাংবাদিক কালাম আরো বলেন,যারা তার উপর আক্রমন করেছে তারা সবাই রেলওয়ে ট্রেন লাইটিং অফিসের কর্মচারী।তাদের সাথে আমার কোনদিন কারাপ সম্পর্ক ছিলোন।তবে কেন তারা এমনটা করলো আমি বুজতে পারছিনা।তবে আমার ধারনা ঐ অফিসের অবসর প্রাপ্ত কর্মচারী নুর সালাম তাদের কোন প্রলোভন বা মিথ্যা কিছু বলে তাদের নিয়ে এসেছিলো।
রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয় আমি শুনেছি।ঘটনাটি দুঃজনক।
সাংবাদিক কালাম আমরা ছোটভাইয়ের মত।তাকে আমি ৩০ বছর থেকে চিনি,তাকে স্নেহ করি।এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন,আমি ঢাকায় আছি।আমার উপর আস্থা রাখেন রাজশাহী এসে সুষ্ঠ বিচার করবো বলে, বলেন তিনি।
★জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ :-
রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালামের উপরে হামলার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা,৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনার তীব্রনিন্দা ও দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংবাদিক আবুল কালাম আজাদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহীর সাংবাদিক সমাজ।
★রাজশাহী মডেল প্রেস ক্লাবের নিন্দা:-
দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর এমন অতর্কিত হামলার ঘটনা নিয়ে রাতেই পৃথক দুটি বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব। রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দুটিতে বলা হয় একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহী মডেল প্রেসক্লাব।
এছাড়া রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকেরা এই ঘটনার তীব্রনিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন।
এবং সাংবাদিকরা ফুঁসে উঠেছে এমন ন্যাক্কার জনক ঘটনা নিয়ে। সিনিয়র সাংবাদিকরা বলছেন রেলের অবসরে যাওয়া কর্মচারী একজন সাংবাদিকের উপর হামলা করে কি প্রমাণ করতে চেয়েছেন। তিনি যত শক্তিশালী হোক তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা। হামলার ঘটনা নিয়ে জিআরপি থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনা শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। আহত সাংবাদিক অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews