ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক সিলেটের ওসমানীনগরে পূর্বনির্ধারিত মহাসম্মেলনে যাচ্ছেন না। আগামী ২৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন হওয়ার কথা।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে আসছেন না বলে নিশ্চিত করেছেন ওসি শ্যামল বণিক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে পূর্বনির্ধারিত আগামী ২৬ ডিসেম্বর প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল মাওলানা মামুনুল হকের। তার আগমন উপলক্ষে ইতোপূর্বে মাদ্রাসা কর্তৃপক্ষ পোস্টার লিফলেটসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা শুরু করে।
বিষয়টি ওসমানীনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার সুশীল সমাজ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে পড়লে নড়েচড়ে বসেন সবাই।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক ওসমানীনগরে এলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা ছিল। বিষয়টি নিয়ে লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা ওসমানীনগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাওলানা মামুনুল হককে মহাসম্মেলন না আসতে অনুরোধ জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল না আসার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।
লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহনুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় আগামী ২৬ ডিসেম্বর আমাদের মাদ্রাসার মহাসম্মেলনে মাওলানা মামুনুল হক আসছেন না।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক মাওলানা মামুনুল হক না আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ নেতা ও আমাদের অনুরোধে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল হককে না আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।