ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনার বেতাগীতে মো. হুমায়ন কবির হাওলাদার (৫৫) নামে একজনকে অপহরণের পর খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় চারজন নিরাপরাধ ব্যক্তি প্রায় ৪ মাস জেলও খেটেছেন।
খুন হওয়া সেই মো. হুমায়ন কবির হাওলাদারকে অবশেষে আটক করেছে পুলিশ। মিথ্যা অপহরণ মামলার দুই বছর তিনমাস পর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার দগরিরচর নামক স্থান থেকে মো. হুমায়ন কবিরকে আটক করেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম।
বাদীপক্ষের অভিযোগ ছিল- ভিকটিমকে অপহরণ করে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে- তাকে স্বাভাবিকভাবে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই মিথ্যা মামলার ফলেই ওই মিথ্যা মামলার চারজন আসামি প্রায় ৪ মাস যাবত কারাবন্দী ছিলেন।
জানা যায়, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর বেতাগী থানায় ৭ জনকে আসামি করে উপজেলার দেশন্তরকাঠি গ্রামের বাসিন্দা মো. হুমায়ন কবির হাওলাদারের স্ত্রী মোসা. রুনু বেগম একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল- জমিজমা সংক্রান্ত জেরে একই এলাকার মো. কুদ্দুস, মো. ইসমাইল, মো. কবির, মো. নাসির ইদ্দিন, মো. ইউনুচ আলী, মো. জাকির, মো. রাজিবসহ বেশ কয়েকজন তার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ ও খুন করেছে।
ওই মিথ্যা অপহরণ মামলা আসামি ইসমাইল ও কবির বলেন, আমাদেরকে হয়রানি করার জন্য হুমায়ন কবিরের স্ত্রী মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করেন, দুই বছর ধরে তাকে পলাতক রেখে আমাদেরকে ওই মামলায় গ্রেফতার করিয়ে জেল পর্যন্ত খাটিয়েছে। এমন যদি মিথ্যে মামলার জন্য জেলে যেতে হয় তবে দেশে আর আইন কানুন থাকলো কোথায়? আমরা এর সঠিক বিচার চাই।
বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলাটি মিথ্যা ছিল। তবে ওই সময়ে অনেক চেষ্টা করে হুমায়ন কবিরকে না পাওয়ায় মামলাটি আমলে নেয়া হয়। মামলার পর থেকে মূলত প্রতিপক্ষকে ঘায়েল করার স্বার্থে ইচ্ছে করেই পলাতক ছিল হুমায়ন কবির। তাকে উদ্ধারের পর মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।