ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার রামনগর হরিতলা দুর্গা মন্ডপে বিজয়া দশমীর দিন বিসর্জন আরতির সময় মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, শুভ মন্ডপ (২০), দোলন দাস (৩০) এবং শেখর দাস (২০)। তাদের মধ্যে শুভ মন্ডপকে গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় মন্ডপ চত্বরে গ্রামের যুবকেরা আরতিতে অংশ নেয়। এ সময় যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। আরতির সময় কাদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। একজন নারীও হেনস্তার শিকার হন বলে দাবি করেন স্থানীয়রা।
আহত দোলন দাস অভিযোগ করে বলেন, ‘রামনগর হিন্দু সম্প্রদায়ের গ্রাম্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার প্রামাণিক হঠাৎ বেপরোয়া আচরণ করে আমার ওপর চড়াও হন। আমি সেখান থেকে সরে গেলেও তিনি ও তার সহযোগীরা আমার ভাগনে শেখর দাসকে মারধর করেন। তাকে রক্ষা করতে গিয়ে শুভ মন্ডলও আক্রান্ত হন।’
দোলন দাস দাবি করেন, রতন কুমার এক আনসার সদস্যের লাঠি কেড়ে নিয়ে শুভ মন্ডলকে বেদম মারধর করেন। পরে স্থানীয় লোকজন আহত শুভ মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত রতন কুমার প্রামাণিক বলেন, ‘গ্রামের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন। আমি অনুরোধ করবো এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে।’
মন্ডপ কমিটির সভাপতি বিভুতিভূষণ মন্ডল বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে শুভ মন্ডলের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। বিজয়া দশমীর মতো আনন্দঘন দিনে এমন অপ্রীতিকর ঘটনা দুঃখজনক। শিগগিরই বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান জানান, ঘটনার বিষয়ে জানতে পেরেই ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#