ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। প্রতি বছর অসংখ্য তরুণ-তরুণী উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থান না করতে পেরে দিশেহারা হয়ে পড়ছে। যেখানে বেশ বড় অংকের তরুণ-তরুণী নিজেদের সংসারের হাল ধরতে নাজেহাল অবস্থা পার করছেন সেখানে কিছু তরুণ সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেমনি একজন রাঙ্গামাটি জেলার ছেলে হিমুন চাকমা (Himun Chakma)। একজন তরুণ উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
হিমুনের পরিচিতি একজন সফল ইউটিউবার, ফেসবুক মার্কেটার এবং ডিজিটাল উদ্যোক্তা হিসেবে। এর পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী। তার অভিনয় করা ‘স্বপ্ন ছোঁয়া’ এবং ‘ন্যাচারাল বিউটি ফর মি’ নামে দুটি গান খুব জনপ্রিয় হয়েছে। এছাড়াও তার একাধিক মিউজিক ভিডিও রয়েছে।
হিমুন চাকমার জন্ম ১৯৯৩ সালে রাঙ্গামাটি লংগদু উপজেলায়। বাংলাদেশে তিনি প্রথম সফল চাকমা ইউটিউবার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অসংখ্য তরুণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করেছেন। তার সফলতা দেখে এখন আরো অনেক তরুণই এই পেশায় আগ্রহী হয়ে উঠেছেন।
উদ্যোক্তা হিমুন চাকমা বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনা ক্ষেত্র বলে মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, দিন দিন এর গুরুত্ব বাড়ছে। উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এর জন্য সবার প্রথমে দক্ষতা বাড়ানোর জন্য জ্ঞান আহরণ করা দরকার। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলস এর ব্যবহার। মানুষ কি ধরনের কনটেন্ট পছন্দ করছে সেদিকে খেয়াল রাখতে হবে।
হিমুন চাকমা জানান, ডিজিটাল উদ্যোক্তা হতে হলে কন্টেন্ট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্ট মার্কেটিং ছাড়া কল্পনার করা অবাস্তব এবং ব্র্যান্ড ভ্যালু ছাড়া ব্যবসা করা যায় না।
বর্তমানে হিমুন চাকমা একটি ফেসবুক বিজ্ঞাপন এজেন্সি নিয়ে কাজ করছেন। যেখানে তিনি ফেসবুক কমার্স এর সমস্যা নিয়ে কাজ করেন এবং কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চান ফেসবুকের মাধ্যমে তিনি সেগুলোর কনসাল্ট করে থাকেন।
নিজের কাজ নিয়ে হিমুন চাকমা জানান, ভাল কনটেন্ট তৈরি করেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না অনেকেই। তাই তাদের জন্য ফ্রিতে টিপস এন্ড ট্রিকস দিচ্ছি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। বর্তমানে আমার চ্যানেলে পাঁচশত’র অধিক ভিডিও আপলোড করা আছে।
নতুনদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে হিমুন চাকমা বলেন, উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে। পাশাপাশি ধরতে হবে ধৈর্য্য। নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। বরং ধৈর্য্য ধরে এগিয়ে যেতে পারলেই আসবে সফলতা। তবে উদ্যোক্তা মানেই কিন্তু সফলতা নয়। সফল উদ্যোক্তাদের গল্প পড়ে উদ্যোগ শুরু করার আগেই ভেবে বসবেন না যে আপনিও তার মতোই সফল হবেন। নিজের সর্বোচ্চটুকু দেওয়ার পরও সাফল্য অধরা থাকতে পারে। কোনো কারণে উদ্যোগ সফল না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও আগেভাগে ঠিক করে রাখুন।