ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জে শুক্রবার সকালের দিকে পশ্চিম আকাশে কালো মেঘের গণঘটায় ঝমঝম করে বৃষ্টি হয়েছে। এসময় পশ্চিম আকাশে কিছু সময়ের জন্য কালো মেঘ দেখা গেলেও তার কিছুক্ষণ পরেই সারা আকাশ মেঘে ডেকে যায়, বৃষ্টি শুরু হয় অঝড় ধাড়ায়।
মনে হচ্ছে এ যেনো আষাঢ় মাষের বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতেই সৃষ্টি হয় উপজেলার হাটপাঙ্গাসীসহ গুরুত্বপূর্ণ জায়গায় জলাবদ্ধতা। শুক্রবারের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছিল হাজার হাজার মানুষ। জুমার নামাজের পর বৃষ্টি কিছুটা কম থাকলেও হিমেল বাতাসের সঙ্গে ছিল কনকনে শীত।
এদিকে হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়ে এক অটোভ্যান চালক জানান, বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের এই হাটপাঙ্গাসী বাজার আল মদিনা মার্কেটের পশ্চিম দিকের রাস্তায় ও খলিল মোড় নামক স্থানে হাটু পরিমান পানি জমে যায়। এতে আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়ে থাকে।
উপজেলার হাটপাঙ্গাসী বাজার বনিক সমিতির সদস্য সাদ্দাম হোসেন বলেন, সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা করলে এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হবে না।
এ ব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, আমি আমার সাধ্য অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে কথা বলে পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।