ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের পরপর ৩বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ কর্মী, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল হক (৭০) বুধবার রাত ১১.১৫ মিনিটের সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর পিতা তৎকালীন অত্যন্ত জনপ্রিয় প্রবীণ এমবিবিএস ডাক্তার মরহুম ইসহাক সাহেবের ছিলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ঘনিষ্ঠ সহচর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, এক ভাই ও চার বোন সহ অসংখ্য বন্ধু ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন কার্যক্রম সম্পূর্ণ করেন।
বৃহস্পতিবার জোহরবাদ শিমুলিয়া ইউনিয়নের ধানপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, থানা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ, সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সদস্য জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, শাহিদুর রহমান শিপলু, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির আহবায়ক একরামুল হক খোকন।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, সদস্য এমামুল হাবিব জগলু, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শামছুজ্জোহা লোটাস, সদস্য ফারুক হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাতুর জামান রনি, সহ উপজেলার সকল ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হয়েছে।