ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে র্যাবের হাতে আটক পুলিশের এসআই মোশাররফ হোসেন ও যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাসসহ পাঁচজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গ্রেফতার পাঁচজনের সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে কিছু ব্যক্তি; এমন খবর পেয়ে সাতক্ষীরা ক্যাম্পের র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।
এ সময় তাদের অভিযানে আটক হন যশোর পুলিশ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক মোশাররফ হোসেন, যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাস, যশোর বেজপাড়ার গৌরপদ শীলের ছেলে সুজন শীল, যশোর কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম ও যশোরের চৌগাছা এলাকার মাহবুবুর রহমান।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, দুটি হ্যান্ডক্যাফসহ ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জামাদি।
ওই দিনই আটককৃত পাঁচজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেন র্যাব সাতক্ষীরা ক্যাম্পের নায়েব সুবেদার আ. রহিম। মামলাটি তদন্তের দায়িত্ব পান পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খাঁন।
প্রসঙ্গত, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গত শুক্রবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয়ের সামনে থেকে র্যাব সদস্যদের হাতে উল্লিখিত পাঁচজন আটক হন। তবে তদন্তের স্বার্থে তখন তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি র্যাব।