ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বাংলার অবিসংবাদিত নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডমীর সহযোগিতায় মুজিববর্ষ সেরাকন্ঠ নওগাঁ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
একাডেমিক সুপারভাইজার ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ প্রমুখ।
বাছাই প্রতিযোগিতায় ৫৯জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। বাছাই পক্রিয়া শেষে ৩জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।