ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের নেতৃত্বে এক মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, ডা. খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা ও শাহীন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, পিআইও শোয়েব খাঁন, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার।
আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, যুব উন্নয়ন অফিসার আলম আলী, পল্লী উন্নয়ন অফিসার প্রহল্লাদ কুন্ডু, মৎস সম্প্রসারণ অফিসার মোহাসিনা খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এস আই নজরুল ইসলাম হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আছির উদ্দীন প্রমূখ।
শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির ঐতিহ্যর বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হয়।