ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর প্রবীণ ও ৮০’ দশকের অত্যান্ত জনপ্রিয় সাংবাদিক বিশ্বনাথ দাস(৭৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় শহরের পার নওগাঁ এলাকার নিজ বাসভবনে এজমা, শ্বাসকষ্টসহ বার্ধক্য জণিত কারনে পরলোকগোমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতী, নাতনী, আত্মীয় স্বজন, সহকর্মী বন্ধু, বান্ধব শুভাকাঙ্খিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওগাঁর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দুপুরে নওগাঁ মহা শ^শ্মানে তার মরদেহের শেষ কৃত্য অনুষ্টিত হয়েছে।
সাংবাদিক বিশ্বনাথ এর ছেলে সুবীর দাস জানান, তার বাবা দৈনিক জনতা, দৈনিক করতোয়া, দৈনিক প্রথম সংবাদ, ম্যাগাজিন অপরাধ অনুসন্ধান সহবিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সুনামের সাথে দীর্ঘ কয়েকদশক ধরে সাংবাদিকতা করেন। সবশেষ তিনি ম্যাগাজিন অপরাধ অনুসন্ধান ও দৈনিক প্রথম সংবাদের সিনিয়র ষ্টাফ রির্পোটার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সহ সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি রানার নাট্য সংসদ, নওগাঁ করনেশন হল সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
দুপুরে নওগাঁ মহা শ^শ্মানে তার মরদেহের শেষ কৃত্য অনুষ্টিত হয়েছে। এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ সাংবাদিক ইউনিয়নসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক বিশ্বনাথ দাস এর মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী ম্বপন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সমন্ময়কারি সাদেকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।