ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বাসস্থান নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৯৫ টি ভূমিহীন ও গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।
টয়লেট ও রান্নাঘরসহ দুইকক্ষ বিশিষ্ট আধাপাকা সব ঘরগুলো ঘরই নির্ধারিত একই নকশায় নির্মিত।
উপজেলা ভুমি সার্ভেয়ার মিজানুর রহমান জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে ২৩ টি, চৌডালা ইউনিয়নে ২০টি, রহনপুর ইউনিয়নে ১৪ টি, রাধানগর ইউনিয়নে ৮ টি, বোয়ালিয়া ইউনিয়নে ৪ টি, আলিনগর ইউনিয়নে ১৫ টি, পার্বতীপুর ইউনিয়নে ৫ টি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে ৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৫ সালের তালিকা যাচাই- বাছাই করে প্রকৃত গৃহহীনদের এ ঘর গুলো দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, গৃহগুলো নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। যার নির্মাণ কাজ চলতি ডিসেম্বর মাসে শেষ হবে।