IMG-LOGO

শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজনির্দিষ্ট মসজিদে ইতেকাফের মানত করলে তা পূরণ করা কি জরুরিপূজা এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন‘রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী’গরমে যেসব পানীয় পান করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়েত্রিশালে বাসের ধাক্কায় ৩ অটোরিকশার যাত্রী নিহতসোমালিয়ায় জিম্মি জাহাজ উদ্ধার নিয়ে যা জানালেন ড. হাছান মাহমুদ‘বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার’একনেকে ১১ প্রকল্প অনুমোদনআজ ঢাবি ভর্তি পরীক্ষার ফলযুক্তরাষ্ট্রে নিজ বাসায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতপোরশায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালাগোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১ জনের মৃত্যুরায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটামশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> করোনা চিকিৎসায় প্রশংসার দাবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

করোনা চিকিৎসায় প্রশংসার দাবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা চিকিৎসা সেবা দিয়ে রেকর্ড স্থাপন করেছে। এ হাসপাতালে করোনা আইসোলেশন টিম যাত্রা শুরু করে ২০২০ সালের ২৪ এপ্রিল।

এখানে করোনা চিকিৎসার জন্য ৩টি ইউনিট কাজ করে। আইসোলেশন টিম, পোস্ট কোভিড কেয়ার টিম ও টেলিমেডিসিন টিম।

এখন পর্যন্ত প্রায় ৬ হাজারেরও অধিক সন্দেহভাজন এবং কনফার্মড কোভিড রোগীর চিকিৎসায় সরাসরি অংশগ্রহণ করে প্রত্যেক রোগীর সমস্ত লক্ষণাদি এবং কোমরবিড কন্ডিশন বিবেচনা করে প্রত্যেক রোগীকে ই-প্রেসকিপশন করা হয়েছে। পরবর্তীকালে সুস্থ না হওয়া পর্যন্ত মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

১৭ জুলাই পর্যন্ত দেবিদ্বারে কোভিড রোগীর সংখ্যা ৯৩৪। উপজেলা পর্যায়ে করোনা রোগীদের ওপর প্রথম বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয় দেবিদ্বারে। ইতোমধ্যে ৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২টি গবেষণা এখনো চলমান।

সংশ্লিষ্টরা জানান, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সহায়তায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১০ বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু হয়। এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন কনসেনট্রেটর (বাতাস থেকে অক্সিজেন তৈরি) যুক্ত করা হয়েছে।

আইসোলেশন টিম এখন পর্যন্ত ৪০০ এর অধিক সন্দেহভাজন ও কনফার্মড মডারেট ও সিভিয়ার রোগীর চিকিৎসা করেছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা নিরীক্ষার সুবিধাদি না থাকলেও শুধুমাত্র বুকের এক্সরে আর ক্লিনিকাল পরীক্ষার ওপর ভিত্তি করেই এ জটিল রোগীদের চিকিৎসা চিকিৎসকরা করেছেন।

উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো কোভিড -১৯ এর সঙ্গে অ্যাড্রেনাল ক্রাইসিস, সিভিয়ার অলিগোহাইড্রামিনোস, টিবি ও হাইড্রোনিউমোথোরাক্স এর মতো জটিল রোগীর চিকিৎসা হয়েছে এ হাসপাতালে।

জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইনের আলোকে হাসপাতালেই সরবরাহকৃত ওষুধের সর্বোচ্চ ব্যবহার করে সমস্ত রোগীদের চিকিৎসা করা হয়েছে। এতে রোগীদের চিকিৎসা খরচ অনেক কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো রোগীকে রেফার্ড করা হয়নি।

দেবিদ্বারের বাইরেও হাসপাতালটির অবস্থানগত কারণে চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, হোমনা, ব্রাক্ষণপাড়া এবং ব্রাক্ষণবাড়িয়ার কুটি, কসবা ও নবীনগরের বেশ কিছু সন্দেহভাজন কোভিড রোগীরা সেবা পেয়েছেন দেবিদ্বারে। এখানে পোস্ট কোভিড ক্লিনিক ৩০০ এর অধিক কোভিড পরবর্তী জটিলতার রোগীর সেবা দিয়েছে।

কোভিড সেবার পাশাপাশি চলমান ছিল বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসাও টেস্ট হয়েছে ৩ হাজার ৩০০। বর্তমানে দেবিদ্বারে কোভিড রোগীর সংখ্যা ৯৩৪।

করোনা চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর। আইসোলেশন, গবেষণা ও পোস্ট কোভিড টিম সমন্বয়ক ডা. চিন্ময় সাহা পোদ্দার ও ডা. নন্দিনী চৌধুরী। টেলিমেডিসিন সমন্বয়ক ডা. মহিম ইবনে সিনা।

অন্যান্য টিম মেম্বাররা হচ্ছেন- ডা. মঞ্জুর রহমান, শরীফুল ইসলাম শাকিল, সোহেল রানা, রবিউল হাসান, শামীম কাউসার, অর্জুন সাহা, লিমা সাহা, আরিফুর রহমান, আসমা আক্তার, ফারহানা ইসলাম, ওয়াহিদউজ্জামান, উম্মে ফাতেমা, ফারিয়া জাফরিন, সুমাইয়া রুম্মান, জান্নাতুল ফেরদৌস, তন্ময় সরকার ও লুৎফুন্নাহার।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর বলেন, করোনা মহামারিতে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল সব বিষয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। উপজেলা ও পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়নে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহে হ্যালো ছাত্রলীগ এবং বেসরকারি হাসপাতাল মালিক সমিতি সহায়তা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news