ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সতন্ত্র চেয়ারম্যন প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একে অপরের কর্মীকে মারপিটের জের ধরে যে কোন সময় বড় সহিংস ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
মঙ্গলবার রাতে নৌকা মার্কার মুনির হোসেন ও নুরনবী নামের দুই কর্মীকে মারধরের জের ধরে বুধবার সতন্ত্র চেয়ারম্যন প্রার্থী ভাই আব্দুল মান্নানকে মারধর করা হয়।
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারেক অভিযোগ করেন মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ির জানালা ভাঙ্গার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে নুরনবী ও মনির নামের নৌকা মার্কার দুই কর্মীকে আটক করে পুলিশে নিকট সোপর্দ করা হয়। বুধবার সকাল ১০ টার দিকে রণবাঘা বাজারে আমার ছোট ভাই আব্দুল মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করা ও একটি দোকান ভাঙচুর করে।
নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোখলেছার রহমান মিন্টু বলেন, নৌকা মার্কার দুই কর্মী নির্বাচনী কাজ শেষে ফেরার পথে বিএনপি চেয়ারম্যান প্রার্থী নৌকার দুই কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। তবে বিএনপি কর্মী আব্দুল মান্নানকে নৌকার কর্মীরা মারপিট করেনি। সাধারন জনগন তাদেরকে মারপিট করেছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ কাউকে আটক করেনি। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের ঘটনায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।