ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে। দেশটিতে প্রায় ১০ কোটি লোক আগাম ভোট দিয়েছেন। এসব ভোট মেইলে দেয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনের দিন সকাল সাড়ে আটটায় নিউ ইয়র্কের ব্রুকলিন হাইটসের সেইন্ট ফ্রান্সিস কলেজ ভোট কেন্দ্রে ভোটারদের কোনো লাইনই নেই।
লোকজনকে ১ দশমিক ৮ মিটার দূরত্বে থাকার কথা মনে করিয়ে দিয়ে পুরো ব্লকের ফুটপাথ জুড়ে স্টিকার সাঁটানো।তবে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। নির্বাচন কর্মীরা বেশ বিস্মিত।
খবরে বলা হয়েছে, নিউইয়র্কে আসলে আগাম ভোটের ব্যাপারটি ঘটেছে খুবই সফলভাবে। ১১ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলো কেন এত ফাঁকা সেটা এ থেকে বোঝা যায়।
যদি কোনো রাজনৈতিক ভূমিকম্প না হয় জো বাইডেন নিউইয়র্কের ২৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন বলে ধরে নেয়া যায়। আর এই ব্রুকলিনে ডেমোক্র্যাটরা মনে হচ্ছে তাদের ভোট এরই মধ্যে পেয়ে গেছে।