ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) বেরেস্টকি শহর শত্রুমুক্ত করেছে।
শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেন্টার ব্যাটলগ্রুপের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষা অঞ্চলে গভীরভাবে আঘাত হেনেছে এবং অগ্রসর হয়েছে। সেই সঙ্গে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বেরেস্টকি শহর মুক্ত করেছে।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর একটি ব্রিগেডের ইউনিটগুলোর সমাবেশ স্থান লক্ষ্য করে TOS-1A সোলন্তসেপেক ভারি ফ্লেমথ্রোয়ার ব্যবহার করেছিল বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বাহিনীর একটি ব্রিগেডের ইউনিটগুলোর সাময়িক মোতায়েন স্থান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে। যেখানে TOS-1A সোলন্তসেপেকের একটি প্লাটুন রাজারিভ শহরের কাছে আঘাত হানে। এ আঘাতের ফলে ৪৫ জন শত্রু সেনা নিহত হয়েছে।
এদিকে রাশিয়ার দক্ষিণ ব্যাটলগ্রুপের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে এবং ইউক্রেনীয় বাহিনীর দুটি মেকানাইজড, একটি এয়ারমোবাইল এবং একটি এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেডকে পরাস্ত করেছে। ডিপিআর-এর উলাকলি, কুরাখোভো, নিকোলায়েভকা এবং দাচনয় বসতিতে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। একই সঙ্গে শত্রুর দুটি পালটা আক্রমণ প্রতিহত করা হয়েছে। এতে ইউক্রেনীয় বাহিনীর ৩২৫ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
রাশিয়ার ডিনেপ্রো এবং উত্তর ব্যাটলগ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে প্রায় ১২০ জন সেনা হারিয়েছে, যোগ করেছে মন্ত্রণালয়।
এছাড়া রাশিয়ার পশ্চিম ব্যাটলগ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে ৪৯০ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে রাশিয়ার সেন্টার ব্যাটলগ্রুপের দায়িত্বরত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘণ্টায় ৫২৫ জন সেনা হারিয়েছে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
এছাড়াও, মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের সমর্থনকারী শক্তির উৎসগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ১৪২টি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সেনা ও সামরিক সরঞ্জামের সংগঠনগুলো ধ্বংস করেছে।
এদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৬টি ড্রোন গুলি করে নামিয়েছে
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের মোট ৬৪৯টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৭,৩৮০টি ড্রোন, ৫৮৬টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম, ১৯,৬৯৮টি ট্যাঙ্ক এবং অন্যান্য আর্মর্ড কমব্যাট ভেহিকেল, ১,৪৯৭টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ১৯,১৪৫টি ফিল্ড আর্টিলারি এবং মর্টার এবং ২৯,০৮০টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।
সূত্র: তাস
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew