ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারীর নতুন ধরন নিয়ে শঙ্কা বেড়েছে। ব্রিটেন থেকে এটি বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। কোনো কোনো দেশে আবার করোনায় দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ৪৩ হাজার ৫৫০ জন ছাড়িয়ে গেছে।
এত কিছুর পরও আশার কথা হচ্ছে, করোনা থেকে সেরে উঠেছেন ৬ কোটির বেশি মানুষ। তারা নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন।
করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা পৌনে ১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৫৫৬ জনের। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৯৭ হাজার ৯৪ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ২২০ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনে।
গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও প্রায় ২ লাখ ৩২ হাজারের মতো সংক্রমিত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ২ লাখ ১৪ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৪ হাজারের বেশি।
করোনায় আক্রান্তে দ্বিতীয় ভারত, তৃতীয় ব্রাজিল।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছে।