ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান বাহিনী কাবুল দখলের পর আফগানিস্তান ছেড়ে পালালেও দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
সেখান থেকে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় ঘানি বলেছেন, চাপের মুখে দেশ ছাড়লেও তিনি আফগানিস্তানে ফিরত চান।
তিনি জানান, তালেবান এবং সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার সমর্থন করেন তিনি এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চাওয়ার পর তিনি দেশে ফেরার জন্য আলোচনায় ছিলেন।
আশরাফ ঘানি বলেন, আমি আবদুল্লাহ ও সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে চলমান আলোচনার সরকারি উদ্যোগকে সমর্থন করি। আমি এই প্রক্রিয়ার সাফল্য চাই।
‘আমি আফগানিস্তানে ফিরে আসার জন্য পরামর্শ করছি যাতে ন্যায়বিচার, সত্যিকারের ইসলাম এবং জাতীয় মূল্যবোধের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারি।’ সূত্র: আলজাজিরা।