ধূমকেতু নিউজ ডেস্ক : ভয়াবহ বন্যা দেখা দিয়েছে নেপালে। বন্যায় দেশটিতে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। দেশটির পশ্চিমাঞ্চলীয় আচাম জেলায় এ ঘটনা ঘটেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের পানিতে ১৭ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।
বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার পানিতে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।