ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে আবারও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন, যা বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। বুধবার এ সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮৩৩। খবর আনন্দবাজার অনলাইনের।
ভারতে সংক্রমণ বাড়লেও টানা ১৩ দিন ধরে তা ৩০ হাজারের নিচেই আছে। দৈনিক সংক্রমণের হারও ক্রমে নিম্নমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১ দশমিক ৫৭ শতাংশ। ধীরে ধীরে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
তবে মৃত্যুর সংখ্যা আবার ৩০০ ছাড়িয়েছে। টানা ছয় দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-এর নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের।
ভারতের মধ্যে সংক্রমণের শীর্ষেই রয়েছে কেরালা। ভারতের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি এ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৬ জন। তার পরই আছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু।
তবে এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে উৎসব। দেশ জুড়ে উৎসবের মৌসুম শুরু হয়েছে। ফলে এই সময় সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য রাজ্য প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি দ্রুত টিকারকরণের কাজ চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো। ইতোমধ্যেই ৯২ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ লাখ ৯ হাজার ৫২৫ জনের টিকাকরণ হয়েছে ভারতে জুড়ে।