ধূমকেতু নিউজ ডেস্ক : শেয়ার বাজারে প্রথমবার পা রাখতেই কামাল! দ্রুত বেড়ে আকাশ ছুঁয়েছে নাইকার বাজারদর। বুধবার তা এতোটাই বেড়েছে যে, প্রসাধনী সামগ্রীর এই স্টার্টআপ সংস্থার প্রায় অর্ধেকের মালকিন ফাল্গুনী নায়ারের সম্পদের পরিমাণ ফুলেফেঁপে উঠেছে।
বুধবার শেয়ার বাজারে ছক্কা হাঁকিয়ে একদিনে কতটা লাভের গুড় ঘরে তুললেন ফাল্গুনী নায়ার? উত্তরটা শুনলে চোখ কপালে উঠতে পারে। সেই সংখ্যা ৫ হাজার ৩৫০ কোটি রুপি! সেই সঙ্গে নিজের চেষ্টায় ভারতের নারী ধনকুবেরের তকমাও সেঁটে গেছে তার সঙ্গে।
নাইকার মোট সম্পদের পরিমাণও বিস্ময়জাগানিয়া। প্রায় সাড়ে ছয় হাজার কোটি ডলার! এসবই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক।
শেয়ার বাজারের খতিয়ান জানাচ্ছে, বুধবার সাড়ে ১০টার মধ্যে নাইকার শেয়ারদর বেড়েছে ৭৮ শতাংশ। হবে না-ই বা কেন? বাজারের ইঁদুর দৌড়ে নিজের সংস্থার শেয়ারদর বেশ কমই রেখেছিলেন ফাল্গুনী। আর তাতেই কামাল!
২০২১ সালের শেষ ভাগে নাইকার সাফল্যের কাহিনি লেখাটা সহজ। প্রসাধনী সামগ্রীর সংস্থার হিসেবে ভারতে প্রথম সারিতে রয়েছে নাইকা। ভারত জুড়ে ৭০টির বেশি স্টোর রয়েছে তাদের। সেইসঙ্গে অনলাইনেও নজরকাড়া উপস্থিতি।
এ মুহূর্তে সফল বলা হলেও গোড়ার দিকে ভারতের বাজারে নাইকার দাঁত ফোটানোকে প্রায় অসম্ভব মনে হয়েছিল অনেকের। প্রসাধনী সামগ্রী কিনতে ভারতের মধ্যবিত্ত নারীরা ছুটতেন পাড়ার দোকানে। লিপস্টিক বা স্ক্রাব কেনার আগে তা পরখ করে দেখার প্রশ্নই নেই। অনেকের মতে, এগুলোই বাজার ধরতে সাহায্য করেছে নাইকাকে।
কনে সাজানোর প্রসাধনী হোক বা সাধারণের ব্যবহারের আইলাইনার- সব কিছুর ব্যবহারই ভিডিওর মাধ্যমে দেখানোর বন্দোবস্ত রয়েছে নাইকায়। ফলে অনেকেই অনলাইনে প্রসাধনী কেনার দিকে ঝুঁকেছেন।
নাইকার হাত ধরে ফাল্গুনীর শুরুটা কীভাবে হল? ২০১২ সালে নিজের ৫০তম জন্মদিনের মাস কয়েক আগে ভারতের এক ইনভেস্টমেন্ট ব্যাংকের শীর্ষপদে ইস্তফা দেন ফাল্গুনী। মোটা বেতনের চাকরি ছেড়ে শুরু করেন নাইকা।
প্রায় ১০ বছর আগের চাকরি ছেড়ে ব্যবসা শুরুর সিদ্ধান্ত সহজ ছিল না। তবে সেটাই করেছিলেন ফাল্গুনী। এত বছর পর তা এখন ভারতের অন্যতম প্রসাধনী সামগ্রীর সংস্থা।
সংস্কৃত শব্দ নায়িকা থেকেই সংস্থার নাম রাখা হয়েছে। তবে সংস্থা চলেছে আধুনিক বাজারের মারপ্যাঁচ মেনে। দেশজ নারীর ত্বকের রঙের সঙ্গে রং মিলিয়ে বাজারে ছাড়া হয়েছে অসংখ্য শেডের লিপস্টিক, নেল পালিশ কিংবা কনে সাজানোর প্রসাধনী।
মার্চে শেষ হওয়া চলতি অর্থবর্ষে নাইকার বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ; অর্থাৎ বাজার থেকে ফাল্গুনীর সংস্থা তুলে নিয়েছে ৩৩ কোটি ডলার।
নিজের চেষ্টায় ভারতের নারী ধনকুবের হলেও ফাল্গুনীকে টক্কর দিতে পারেন সাবিত্রী জিন্দল। স্বামীর মৃত্যুর পর এবং পি জিন্দল গোষ্ঠীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার পর সাবিত্রী দেশের ধনীতম নারী। তার সম্পদের পরিমাণ ১ হাজার ২৯০ কোটি ডলার। তবে যে গতিতে দৌড়াচ্ছেন ফাল্গুনী, তাতে সে তকমা কত দিন অক্ষত থাকে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সূত্র: আনন্দবাজার অনলাইন