ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে নিয়ামতপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে।
সোমবার বেলা ৪টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তিন মাথার মোড় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেইটের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল।
বক্তারা বলেন, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ খ্রিষ্টানের, এদেশ বৌদ্ধ স¤প্রদায়েরসহ সকল ধর্মের মানুষের। যার যার ধর্ম সেই সেই পালন করবে। কিন্তু রাষ্ট্র আমাদের সবার। আমরা বাঙালি জাতি এই অস¤প্রদায়িক চেতনা নিয়েই পথ চলেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অস¤প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সম্পাদক আতিকুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ ষ্টার, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মঠু, শেখ রাসেল পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান পায়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হোসেন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য শাহজামাল, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ তারেক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মিলন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুয়েল, যুবলীগ নেতা মুক্তার হোসেন, ছাত্রলীগ নেতা রিপন, আব্দুল্লাহ আল বাকী, আশিকুজ্জামান আশিক, আরিফুজ্জামান প্রমুখ।