ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। এক বছর পেরিয়ে গেলেও তারা (অন্তর্বর্তী সরকার) যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টর দিকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা (অন্তর্বর্তী সরকার) ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।
তিনি আরও বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।
ডাকসুর এই ভিপি বলেন, গত ফ্যাসিবাদী শাসনের সময়ে ভারতের প্রেসক্রিপশনেই এ দেশের সবকিছু নির্ধারিত হতো। আমরা অন্তর্বর্তী সরকার সরকারকে ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার কথা বলেছি। তিনি বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের কালচার যেন আর না ফিরতে পারে সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।