ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাই চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিএনপির প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেয়ার প্রক্রিয়া চলমান।
সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ৫ আগস্টই জনগণ প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না– তা বিএনপি নির্ধারণ করবে না। করবে জনগণ ও বিচারিক আদালত।
আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।