ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুরে চেয়ারম্যান পদে স্বতন্র প্রার্থীর পক্ষে ঘোড়া প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলাম স্বপন নামের উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে লাঞ্ছিত করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
সোমবার সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিদিক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ওই নেতা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয় নৌকা প্রতীকে ভোটের জন্য প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছিলো ওই এলাকায়। ওই একই সময়ে ওই নেতা ওই এলাকায় বিএনপি নেতা ও স্বতন্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ রঞ্জুর (ঘোড়া) প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানালে আওয়ামী লীগের কর্মীরা ও নৌকার সমর্থকরা ওই আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করে।
এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন বলেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম এসময় আমার সাথে খারাপ আচরণ করা হয়েছে।
এ বিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মী দলের নৌকা প্রতীকের বাহিরে প্রচার-প্রচারণা করছে এমন কোন অভিযোগ পেলে সেই নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় গঠণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।