ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো, গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ১৩ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ২১ জন, চারঘাট মডেল থানা ০৫ জন, বাঘা ১৩ জনকে আটক করে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রাজশাহীর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৪৪ ন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১৪নকে মাদকদ্রব্যসহ ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং আবুল কালাম (৫৫) কে ৬০০পিচ ইয়াবাসহ, তানোর থানা পুলিশ ১নং শ্রী বিষ্ণু কর্মকার (৩৫) কে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ২নং এমদাদুল হক (৪০) কে ০৭ গ্রাম হেরোইন এবং ৩নং শ্রী সুশিল সিং (৩০) ও ৪নং শ্রীমতি তানিয়া ঘোষ (২০) কে ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ, দুর্গাপুর থানা পুলিশ ১নং সাগর আলী (২২) এবং ২নং খতেজা বেগম (৪০) কে ১০০ বোতল এ্যালকোহলসহ, পুঠিয়া থানা পুলিশ ১নং জালাল প্রামানিক (৩২) কে ১০ বোতল ফেন্সিডিল, ২নং শ্রী নিমাই পাহাড়িয়া (৪২), ৩নং শহিদুল ইসলাম (৪৮) ও ৪নং শাহিনুর রহমান (৩৫) কে ২০ গ্রাম গাঁজা ও ০২ লিটার চোলাইমদ এবং ৫নং জাকির হোসেন (২২), ৬নং তুহিন শাহা (২৬) ও ৭নং রুবেল মিয়া (২৮) কে ৩০ বোতল ফেন্সিডিল ও ২৫০পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।